ꭷ মেঘের যুদ্ধ ꭷ




        ⍚ মোহনা মজুমদার🔸গড়িয়া,কলকাতা🔸



তোমার অবহেলার মাঝেই আমার অন্তরঙ্গ সুখ
আমাদের মাঝের ওই অবিচ্ছেদ্য সংযোগ
আজ ঘনীভূত বাষ্প,
তা কর্পূর হয়ে উবে গেছে
আমার মুঠোয় ওদের নিশ্বাস বন্ধ হয়ে আসছিল
তাই ওদের উড়তে দিলাম।
উড়তে উড়তে ওরা গিয়ে পড়লো সিক্তার বুকে।
আবার কোথাও একমুঠো স্বপ্নের আভাস
আর কোথাও ভেঙে খানখান কাচের মালা
আমি শুধু দূর থেকে হাসলাম
এতোই তবে ঠুনকো ছিল মালা গাথা।।
তোমার আমার মাঝে দূরত্ব আজ যোজন ক্রোশ
তবু আমরা মুখোমুখি হই রোজ,
এক সমান্তরাল রেখার এপার ওপারে দাঁড়িয়ে আমরা রোজ যুদ্ধে নামি।
আবার কখনও মনে হয় আমি তোমার জীবনের ওই পরিধির মধ্যে ঢুকে পরেছি,
তোমার আমায় না চাওয়া
অতিক্রম করেই আমি এসেছি
তাই হয়তো শুধু ঘুরপাক খেতে খেতে
আছরে পরছি তোমার দুয়ারে।
কত মেঘ জমে,বৃষ্টি আসে
তবে তা শুধু আমারই গন্ডির মধ্যেই
ওই বৃষ্টি তোমায় ভেজায় না
ভেজাতে পারেনা ওই বরফের পাহাড়।
যুদ্ধ তবে কিসের?
প্রত‍্যাশার সাথে অপেক্ষার ?

0 Comments