🔰সত্যজিৎ রজক🔸কলকাতা🔸
অখেয়ালেই গাঢ় মতান্তরের ভেতর জমে উঠছে এক পার্থক্যের ভীত
আপাতত খেয়াল করতে পারছি না বা খেয়াল করার চেষ্টাও করছি না।
এই সব সম্পর্ক গুলির নাম রেখেছি ধুলোবালি,
যেটা সারা গায়ে ছড়িয়ে রাখার সাধ্যমতো চেষ্টা করে চলেছি !
ক্ষতচিহ্ন গুলির নাম রেখেছি আপাত দৃষ্টিকোণ
প্রত্যেকটা রোদ্দুর খুব লঘু করে সম্পর্ক বানানোর চেষ্টা করছে ,
সময়কে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে।
অতঃপর বিপক্ষের সমুদ্র সম্পর্কে মোহিনী বাঁশি বেজে ওঠে রোজ
আর আড়ালে অর্থাৎ দরজার কোণে কোনো এক ঊর্মিলা বিরহিনী
আযুগ বনবাসের অপেক্ষায় অশ্রুমোচন করে চলেছে
0 Comments