ভারভারা রাও
টেবিলে বসছেন কবি সামনে রাষ্ট্র
ক্রাইম করেছে কিনা যাচাই এখন
মুখের আদলে যদি দেখায় ভাঙন
অথবা চোখের কোণে হুঙ্কার আগুন !
ক্লিনিক্যাল জেলে রেখেছে তোমার ছবি
আত্মপ্রতিকৃতি! রাষ্ট্র পেয়েছে ভয়?
ফায়ার ফায়ার বলে করেছে চিৎকার
দাঁড়িয়ে আছেন তিনি,প্রকাশ্য রাস্তায়
মারুন আমায় গুলি, দেখান হিম্মত
পিছিয়ে এসেছে বস্, এবার প্ল্যান-বি
সাকসেস করতেই হবে, রাষ্ট্রের ঈর্ষায়
নজর ঘুরিয়ে রেখে মড়কে সহায় !
ত্রাণের ব্যবস্থা করে, ভাষণ ভাষণ
আপনাকে গুমখুন আমাদের শোষণ...
0 Comments