সমাজ বসু'র কবিতা




           সাদা কালো ছবি

চোখ বন্ধ করলে আজও চোখের পাতায় ভেসে ওঠে
দেশভাগের সাদা কালো মলিন দৃশ্য ।
কাঁটাতার অতিক্রান্ত অজস্র ছিন্নমূল মানুষের 
পায়ে পায়ে হেঁটে আসা অনিশ্চিত আশ্রয়ের সন্ধানে--
একরাশ গহীন অন্ধকারে নিদারুণ ক্ষিপ্রতায় খুঁজে ফেরা এক টুকরো মাটি---
এক চিলতে আকাশ---
এক চিলতে আকাশের নিচে, ফেলে আসা গাছ,পাখি ও মসৃণ উঠোনের সুখ স্মৃতি মুছে--
আরো একবার টুকরো টুকরো স্বপ্নের ক্লান্তিহীন বীজ বপন,
আরো একবার--
প্রাণ ভরে ফিরে পাওয়া জীবনের পরম স্বাদটুকু।

চোখ বন্ধ করলে আজও চোখের পাতায় ভেসে ওঠে...

0 Comments