অদ্রিজা মণ্ডলের কবিতা

       

                জারণ

গভীর রাতের নিকষ খামে জমা রেখেছি অশ্রু
অযোগ্য লোকের আঙুল তোলা,অশ্রাব্য
কটূকথন
হৃদয়ভূমিতে আঁচড়ে গেছে ক্ষত
বুকের ভিতর রক্তপাত
নারীমন তো চেয়েছিল উষ্ণতায় জারিয়ে নেওয়া গৃহকোণ

উন্নতি আর নিজেকে খোঁজার দীর্ঘদিন
বৃষ্টির সাথে আসুক আমার শীতল শান্তিঘুম


0 Comments