প্রাণকৃষ্ণ ঘোষের কবিতা



        
           পথ

অসফল মানুষজন্ম পেরিয়ে
আসার পর বিরহ
উপভোগ করি নব্য উন্মাদনায়
কোয়ারেনটাইন পেরিয়ে
ভিড় রাস্তার মাঝে উবু হয়ে বসি
জীবন সহজপাচ্য নয় জেনেও
নিরলস এগিয়ে চলি
জানি, ঠিক খুঁজে পাবো পথ

0 Comments