সুজিত রেজের কবিতা


         



               বনশালি 

শিশিরের চোখ নেই হয়ত তাই আমার চোখই তার আশ্রয়
কিন্তু তোমরা তাকে অশ্রু ভেবে টডের ইতিহাস রচনা করো
সেই ইতিহাসে দুধ-এলাচ-লবঙ্গ-তেজপাতা মিশিয়ে সঞ্জয় লীলার চায়ের দোকান
সিনেমায় এমনই হয়
শিশিরজল জমে জমে অশ্রু অবিরল
ডালপালা- ফুল-ফল-জটিল শিকড়


                কবি সুজিত রেজ

0 Comments