𒄶 মিঠুন রায়🔸বিশালগড়, ত্রিপুরা 🔸
পাহাড়ি লতানো বীথির সাথে লুকোচুরি খেলছে অজগর
বিশাল দেহ গুটিয়ে নিজেকে আড়াল করতে চাইছে সে।
পরকীয়ার দোহাই দিয়ে অন্যপুরুষের হাত ধরেছে অলকানন্দাও,
সে জানে না,পাহাড়ের গায়েও বিষাক্ত কাটা থাকে।
পরপুরুষের বিষ দাঁত চিবিয়ে খাবে তার যৌবন,
সোহাগী স্বামীর আড়ালে খেমটা নৃত্য একদিন প্রকাশ হবেই।
সেদিন লাস্যময়ীর বদনে থাকবে না প্রাণের ছোঁয়া
শুধু নববধূর লাল উড়না শোভা পাবে গলার ফাঁস হয়ে।
পাহাড়ের ক্ষণস্হায়ী মায়াবী যৌবন তাকে বিমোহিত করেছে,
ভালোবাসার নিখাদ বিশ্বাসে অজান্তেই আলিঙ্গন করেছে মৃত্যুরূপী কালসর্পকে।
0 Comments