নিঃস্বতা
মুঠো টা খুলে গেছে হাওয়ায়
আমি ঘর ছাড়ার জন্য প্রস্তত হচ্ছি
কেউ খুঁজে চলেছে ঘর
কারও জন্য পৃথিবীটাই একটি বাড়ি
এবার শরীরটি অর্ধস্বচ্ছ হচ্ছে
যোগীবাদ ছেড়ে দেখো মিলিয়ে যাচ্ছি পৃথিবীতে
অর্ন্তদৃষ্টি ধুয়ে যাক গরম রক্তে
চোখ খোলো মানুষ একপশলা কেঁদে নিয়ে
কবি প্রসাদ সিং
মারাইখুন্তি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ
2 Comments
অনবদ্য লেখা
উত্তরমুছুনধন্যবাদ দাদা 😘
মুছুন