বিষধর
মনের অভিসারে চলা পথে,
কিছু শ্যাওলা আর ছত্রাক বীজ বুনেছে।
স্যাঁতস্যাঁতে একটা ভিজে গন্ধে ভরে গেছে রক্তঘর।
অলিন্দের ঘন কুয়াশায় হারাচ্ছি পথ,
চোখ জ্বেলে চলতে চলতে বিরামহীন এক রাত্রি চলমান।
ধমনীর অলিতে গলিতে চুঁইয়ে পড়ছে চর্বি।
অভিসারের থেকে জন্মানো অপ্রত্যাশিত চর্বি।
পথ হারানোরও নেই অবকাশ,
সামনে গোটা শরীরে বয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ।
বইব তিরতির করে সমস্ত অঙ্গে,ছড়িয়ে দেব বিষ।
বয়ে নিয়ে যাবো আজ সেই বিষ,
যে বিষ খেতে একসময় ভুলে যেতাম রোজ।
0 Comments