✍নিত্যানন্দ দত্ত🔸পূর্ব বর্ধমান🔸
𒄶 সে যদি আবার জল ভেঙে উঠে আসে
আগুন নিভিয়ে ফিরে আসে যদি ফের
ফিরিয়ে নেবেনা তাকে !
জলের চোখের নিচে কতরাত বিনিদ্র কেটেছে তার
আগুনের খিদের পাশে অভুক্ত কেটেছে কত দিন
সে যদি আবার করতল পেতে বসে
প্রিয় ঘুমটির কাছে আবার ফিরতে চায়
দুমুঠো সোহাগ সাজিয়ে দেবেনা,বলো !
কি করে বোঝাবে তাকে আজ
প্রতি অশ্রুপাতে অগম্য হয়েছে তার ফেরবার পথ...
1 Comments
পড়তে হয় নাহলে....
উত্তরমুছুন