๑ সূচনা ๑



              𒄶 সুজিত রেজ🔸চুঁচুড়া ,হুগলি🔸




ক্রমশ কি উপসংহারের দিকে  !

রংপেন্সিলের বীর্য এখনও শুকিয়ে যায়নি ,
ট্যুইটার-ইন্সটাগ্রাম-ফেসবুকে দুধ উথলে পড়েনি ,
কবিতা-কলস উপচে পড়া মকরন্দ পান  করা হয়নি ।

তাই ,তল্পিতল্পা গোছাচ্ছি না।
পাত পেড়ে ভাত খাচ্ছি আর গন্ধ শুঁকছি 
                                          পিসিমার পাতা ঘিয়ের ;
চলনবিলের নৈর্ঋত কোণে বসে ,
চিনেবাদামের খোলা গেঁথে-গেঁথে ভেলা  ভাসাচ্ছি ।

উপসংহার রচনা কবির কাজ নয় ।
জেনো ,তা সূচনারই পুরোভাগ ,
সূচনা-গলা সুতোয় খি দিতে-দিতে
                               কবির কবর রচিত হয় ।

0 Comments