꩟ মেঘমুক্ত ꩟





            𒄶 সুমিতা মুখোপাধ্যায়🔸কলকাতা🔸



꩜ হৃদয় যেদিকে চায়,বেদনায়,বৃষ্টিতে
দেখি তাকে হারাবার,ফিরে পাবার কথা লেখা থাকে
পায়ে দাহ্যলতার হাহাকারটুকু বাঁধা
আমি আগুনের চেয়েও নিরুপায়, জ্বলি;
অনন্তর, কোথায় আর, ফিরে চলি পৃথিবীতে
পথের পাশে কাদাজল, দাঁড়াই, যে হাওয়া
তার ক্ষীণশ্বাস নিয়ে গেল,সে শ্মশানভূমির।
        
নীরবতায় ভাসমান,ফিরতে চাই না আর কখনও
মেঘমুক্ত তার ভাষা,যেই পাঠ করতে যাই
পৃষ্ঠা থেকে পদধুলি ঝরে পড়ে,অতলে
পেয়ারাতলা পেরিয়ে তার চলে যাওয়া,
যেখানে এতকাল বিঁধেছিল।

0 Comments