তনয় ভট্টাচার্য🔸পূর্ব বর্ধমান🔸
কৃষ্ণচূড়ার রাঙা কেশের
ললিত-মোহন সাজ
তাহার রূপে রাধাচূড়ার
বেজায় খুশির লাজ ।
খোঁপায় খ্যালে হলুদ-বাহার
মন ভোলানো বরণ
লাজুকলতা মেয়ের মতো
কোমল রাধার ধরণ ।
ঝড় ঝাপটে শাখায় শাখায়
ছোঁয়াছুঁয়ি ঘটে
বুড়ো অশথ হেসে ভাবে
ছেলেমানুষ বটে ।
মাঝে মাঝে ছোঁয়াছুঁয়ি
হলেও ডালে ডালে
একে অন্যের পরশ তাদের
পেলব চিরকালের ।
তাহার রূপে রাধাচূড়ার
বেজায় খুশির লাজ ।
খোঁপায় খ্যালে হলুদ-বাহার
মন ভোলানো বরণ
লাজুকলতা মেয়ের মতো
কোমল রাধার ধরণ ।
ঝড় ঝাপটে শাখায় শাখায়
ছোঁয়াছুঁয়ি ঘটে
বুড়ো অশথ হেসে ভাবে
ছেলেমানুষ বটে ।
মাঝে মাঝে ছোঁয়াছুঁয়ি
হলেও ডালে ডালে
একে অন্যের পরশ তাদের
পেলব চিরকালের ।
0 Comments