ক্ষেত্রনাথ দে🔸পূর্ব বর্ধমান🔸
হজমোলা
(১)
নয়কো মোটেই গল্প
রন্ধন একটা শিল্প ।
জানা থাকলে
তাকবাক
এক্কেবারে চিচিং
ফাঁক!
(২)
বাড়লে বেশি লোভ
সইতেও হবে ক্ষোভ
না তুললে দাবি
হারিয়ে যাবে চাবি
খেতে হবে খাবি
যুক্তিও চাই জোরালো
না হলেই ঘোরালো!
(৩)
সকলের চাই অর্থ
অভাবে জীবন
অনর্থ
যোগাতে হবে কাজ
হাত করবেই রাজ।
ছন্দহীনতাই ছন্দ
(১)
দেশ আছে কী ছন্দে?
আছে কী সমাজ ছন্দে?
আছি কী আমরা ছন্দে?
বেশ আছি বদ্-গন্ধে!
(২)
ছন্দরসিক ছন্দ খোঁজে
আর খোঁজে পান্থ
বাকিরা খুঁজতে গেলেই
লেগে যাবে ধন্ধ।
(৩)
দেখেও না দেখা
আজব এক ছন্দ
শুনেও না শোনা
নয় মোটেই মন্দ
ছন্দহীনতাই যেন ছন্দ!
(৪)
গাইতে লাগলেও স্বাদ ভূষি ভূষি
বন্দনা-গান গাইলে পরে
বন্দিত হবেই হবে খুশি
যদি খোঁজো ছন্দ
বেড়েই যাবে দ্বন্দ্ব!
(৫)
ছন্দ যদি হ'ত অনড়
সময় কী দিত কামড়?
মজুত হ'ত কী টনটন বোমা?
খুঁজতে গেলে ছন্দ
ধরবে এসে কোমা।
(৬)
আসলে যেদিন নিষিদ্ধ ফল
চেখেছিল আদম আর ঈভ
সর্বশক্তিমান সেদিন
ছেড়েছেন হাল
করেন নি ফরগিভ
করেন নি ফরগিভ।
0 Comments