꩟ বিশ্বজিৎ দাস এর কবিতা꩟







      বিশ্বজিৎ দাস🔹উত্তর ২৪ পরগনা🔹




       
       ১. লাইভ শো



আজকাল লাইভ শোতে
কমেডিয়ানরা দারুণ এক একটা
                      পারফরমেন্স দেয়

কুকুর বিড়াল আরও কিছু বহিরাগত
জন্তুর ডাক নকল ক'রে
তুমুল হাসির আয়োজন হয়!

আমরা এনজয় করি
গায়ে গা ঠেকিয়ে খাই কোকাকোলা

রাত গভীর হলে, ফেরার পথে
রাস্তায় কুকুর দেখলে ইট ছুঁড়ি
নিজের ভিতরের ঘেউঘেউ শুনি বলে!


      

       ২. খোঁড়া ঈশ্বর


বীজধান ক্রমশ এগিয়ে যায়
একটি সুনির্দিষ্ট সোসাইটির দিকে

প্রয়াত জ্যোৎস্নায় একটু ট্যারাব্যাঁকা হলেও
ভোরের সেই শিউলি কুড়িয়ে নেয়
গুরুপাকের আদরবেষ্টিত দম্পতি!

এই আনন্দধামে কত কি যে হয়
এখানেও ছাপার ভুল ধরে নিয়ে

ঈশ্বর নামিয়ে দেয় এক অদ্ভুত জীব...
আমরা মহাপাপ বলে পুজোআচ্চা করি!

1 Comments