জয়ন্ত চট্টোপাধ্যায়🔹 বাঁকুড়া🔹
শব্দবন্ধটির উৎপত্তির সাল-তারিখ জানা নেই
জন্ম থেকে শুনে আসছি আমরা মধ্য মানে
না উপরের না নীচের মাঝামাঝি কিছু যাদের
বিত্ত পদ্মপাতায় জল মাত্র।
কী সে জিনিস বুঝি না ভালো বা মন্দ তাও না
আমাদের ঙ শেণির কার্ড খাওয়া দেদার হৈহৈ
জমিও বেশ তবে তাতে খুব ফসল ফলে না
ভালো ঘর বলতে কিছু নেই ওই থাকা চলে মাত্র।
নিন্মশ্রেণি যাকে সমীহ করে ভালোও বাসে
ক্ষেতে মজুরি করে ধার চায় ভাত চায় আর
উচ্চশ্রেণির অবজ্ঞাবক্র হাসি যার নিশ্চিত প্রাপ্য
অদ্ভুত সেই জাত মধ্যবিত্ত।
আমরা নামতে থাকি নামা ছাড়া গন্তব্য নেই
নামতে নামতে দেখি আমরা একটা লেজের মালিক
নিম্ন তার নাম সেখানেই বাঁধা আমাদের ঠিকানা।
0 Comments