꩜ তান্ত্রিক তেজপাতা ꩜




           পাবলো শাহি🔸বাংলাদেশ🔸



তান্ত্রিক তেজপাতা তুমি কি পেয়েছো মায়ামৃদঙ্গ; তান্ত্রিক তেজপাতা-তোমার বুকে কার বিভ্রম জেগে আছে । এইমাত্র জানলাম-ভিতরে  বিভাব,ভিতরে একা একা বাঁশি...। তান্ত্রিক তেজপাতা তোমার বুকে মেঘ ও বিস্ময় ধরবো,আমাদের বধিরবন্ধন ধরব- এইমাত্র বুঝলাম কোথা থেকে আনো তুমি রক্তপাত,এই পদ্মপাতা ।বধির বন্ধন পেলে কামিনীর জলে ডুব দেব- বধিরবন্ধন পেলে তার  পৌরাণিকতার ভেতর ডুব দেব । তান্ত্রিক তেজপাতা আমাদের সন্ধ্যাকালীন সঙ্গমদৃশ্য; রক্তজবা রক্তজবা... আজও ঠিক মতো মধু ও মৌচাক বুঝতে পারিনা ।গোধূলির ঘুম দরকার,ঘুমাবার আগে আমরাও বিভ্রাটবিভ্রম ধরি,মায়ামৃদঙ্গ ধরি-আর তুমি রতি ও বিরোতির মাঝখানে জোঁক হয়ে বসে থাক ।তান্ত্রিক তেজপাতা আজ তুমি পেয়েছ কি মায়ামৃদঙ্গ,তোমার বুকে কার বিভ্রম জেগে আছে... 

0 Comments