চিরঞ্জিৎ বৈরাগী🔸উত্তর ২৪ পরগনা
১. বিলীন হবে দিগন্তে
সুন্দরের হাতে হাতকড়ি
আর বিচারের আসনে ক-অক্ষর জ্ঞানহীন
মায়ের কোলে কুলাঙ্গার
তবুও। সোনায় মোড়া অলংকার
কু এর সঙ্গে কুকুর এলে
সন্তানের কালো চশমায় আঘাত করো
সৃষ্টির অনাদি বরপ্রাপ্ত!
পালিত শিশুর ডুয়েল অভিনয়
বাঁধভাঙা জলে কিংবা মরুঝড়ে
একদিন দিগন্তে বিলীন
২. চাহিদার সাতকাহন
চাহিদার চূড়ান্ত পর্যায়ে
কিছু ভালোলাগা কিনতে হয়..
সারবদ্ধ জাহাজ থেকে ডিঙি!
সময় কিনতে অনেক খরচ
আপনার ১মিনিট
প্রথম পুরুষের ভিটে-সোনা
ফী বাড়ে সেকেন্ডে !
শব্দ কেনাও কম কথা নয়
শূন্য হাতে ঘরে ফিরলেও
পুরস্কার একটি থাকেই
সহজ কথা কত কাছের
কঠিন ভাষায় লঙ্কাকাণ্ড
অথচ অভাব যখন দরজা-চানাচুর
রিলেটিভ-কাঠি ক্লোজ কনটেস্ট
৩.লাঠি~১
লাঠি অবলম্বনে রচনা
প্রথম পুরুষ থেকে উত্তমে আসার পর--
ঠিক শতগুষ্ঠি উদ্ধার করবেন
যেমন সিধা ছবিতে তাক না করে
গভীরে চুল টানলে
মমতাময়ী মাতা
আর পিতৃপুরুষের চালভাজা
সামরিক অভিযানে
'বে' দিয়ে যত উপসর্গ আছে
সার্টেনলি কৃষ্ণপক্ষের চাঁদ কিংবা পূর্ণিমার রাত
এই যে বাঁক-আঁকা অভিমুখ
পিঠ থেকে পা তেল-ম্যাসাজ
একবার প্রস্রাবের যন্ত্রণাই মনে করুন
ধান চালের হিসাব
এখনো আস্তকাল বাকি
0 Comments