ভীড় করে আসা ভাবনারা-৬
সবুজের উপর সবুজের সমারোহ ক'রে
সাজিয়েছি এক শ্যামল পাহাড়
কোন এক অজানা অশনি সংকেতে
ধীরে ধীরে উপড়ে গেছে বড় বড় গাছ মহীরুহ
অজানা সংকেতকে ডিকোড করতে গিয়ে
বারবার হয়ে যাচ্ছে একই ভুল;
ভুল থেকে শিক্ষা না নেওয়ার -
শিক্ষায় শিক্ষিত আমরা
উঁকি মারি কৃতকর্মের ফলাফল দেখতে,
মুখোশের আড়াল সরিয়ে।
0 Comments