জীবনের প্রস্তাব
১
নানারকম প্রস্তাবে ভেসে যাচ্ছি
প্রেমিকার প্রস্তাব
সে তো শুধু চুমুতে চুমুতে মাখামখি
তাতে কি যৌন চাহিদা মেটে
মেটে না
তার থেকে পাড়ার বৌদি অনেক ভালো
বিয়ের পর সব ইচ্ছে পূর্ণতা লাভ করে না
পূর্ণতার লোভে লোভে
নিজের বউও একদিন পাড়ার বৌদি হয়ে যায়
নানারকম প্রস্তাবে ভেসে যাচ্ছি
প্রেমিকার প্রস্তাব
সে তো শুধু চুমুতে চুমুতে মাখামখি
তাতে কি যৌন চাহিদা মেটে
মেটে না
তার থেকে পাড়ার বৌদি অনেক ভালো
বিয়ের পর সব ইচ্ছে পূর্ণতা লাভ করে না
পূর্ণতার লোভে লোভে
নিজের বউও একদিন পাড়ার বৌদি হয়ে যায়
২
শখের বাজার খারাপ
তুমি বলবে এসব বুজরুকি
না,এসব ছেলেমানুষী নয়
তুমিও জানো,মিথ্যে করেই এ সংসার গুছিয়ে রাখা
একদিন অনিচ্ছায় সব স্বামী আসামী হয়ে যায় যেভাবে
তা বড়ই লজ্জাজনক
শখের বাজার খারাপ
তুমি বলবে এসব বুজরুকি
না,এসব ছেলেমানুষী নয়
তুমিও জানো,মিথ্যে করেই এ সংসার গুছিয়ে রাখা
একদিন অনিচ্ছায় সব স্বামী আসামী হয়ে যায় যেভাবে
তা বড়ই লজ্জাজনক
৩
ভেঙেচুরেও বুঝছো না যে,সব দোষ আমার নয়
এই মীমাংসার সংসারে নাকাল এক পুরুষ আমি
চাহিদায় চাহিদায় খতম হওয়া কেউ
কি করে বলো যে,তাজমহল প্রিয়
কিংবা বায়োস্কোপ
ইচ্ছে তো হয় আমারও
বাদাম নিয়ে তোমার সাথে হাসতে হাসতে গাড়ি চড়ি
দুর্ঘটনা কবলিত রাস্তায় দাঁড়িয়ে সুরক্ষার কথা বেমানান
তুমি কি জানো দুর্ঘটনা ছাড়াই মানুষ মারা যায়
ভেঙেচুরেও বুঝছো না যে,সব দোষ আমার নয়
এই মীমাংসার সংসারে নাকাল এক পুরুষ আমি
চাহিদায় চাহিদায় খতম হওয়া কেউ
কি করে বলো যে,তাজমহল প্রিয়
কিংবা বায়োস্কোপ
ইচ্ছে তো হয় আমারও
বাদাম নিয়ে তোমার সাথে হাসতে হাসতে গাড়ি চড়ি
দুর্ঘটনা কবলিত রাস্তায় দাঁড়িয়ে সুরক্ষার কথা বেমানান
তুমি কি জানো দুর্ঘটনা ছাড়াই মানুষ মারা যায়
৪
বদনাম নেবো ভাবিনি কোনদিন
বরং ম্লেচ্ছ সব বদনাম মিটিয়ে দেব,কর্তৃত্ব ফলিয়ে
জানি এ কর্তব্য দারুন গর্ব
সবাই বলতেই পারে এই একটা ছেলে বড় সাহসী
অথচ,সেখানে বুক আমার এমন,যেন কালো চাঁদ
যার কোন আলো নেই
পিছনে কেউ থাকে,যে চাঁদে জোৎস্না ভরিয়ে তোলে
কিন্তু,আমার পিছনে কেউ নেই বলেই
আমি এক অমাবস্যার তারা
বলো কি করে,এত আঁধার মুছতে পারি
আমি তো বদনাম নিয়ে এগিয়ে যাওয়া কোন পথিক
বদনাম নেবো ভাবিনি কোনদিন
বরং ম্লেচ্ছ সব বদনাম মিটিয়ে দেব,কর্তৃত্ব ফলিয়ে
জানি এ কর্তব্য দারুন গর্ব
সবাই বলতেই পারে এই একটা ছেলে বড় সাহসী
অথচ,সেখানে বুক আমার এমন,যেন কালো চাঁদ
যার কোন আলো নেই
পিছনে কেউ থাকে,যে চাঁদে জোৎস্না ভরিয়ে তোলে
কিন্তু,আমার পিছনে কেউ নেই বলেই
আমি এক অমাবস্যার তারা
বলো কি করে,এত আঁধার মুছতে পারি
আমি তো বদনাম নিয়ে এগিয়ে যাওয়া কোন পথিক
৫
যারা বলেন
প্রেমিকা প্রেমিকের সমতুল্য হয় না
আবার প্রেমিক প্রেমিকার সমতুল্য হয় না
তাদের কথা সর্বত সত্য নয়
একপ্রকার সব বাধা তুচ্ছ করে,যে প্রেমিক- প্রেমিকারা চার হাত এক করে
তারাই যেন এ যাত্রায় বেঁচে যায়
শুধু সংসার করতে গিয়ে দুজন দুজনের কাছে পাপী হয়ে উঠতেই পারে
সেতো অন্য কথা
আসল কথা হলো
"প্রেমিক - প্রেমিকা হওয়া সহজ
কিন্তু স্বামী - স্ত্রী হওয়া সহজ নয়"
প্রমাণ চাইতে গেলে আপনিও এক লজ্জার পুরুষ
যারা বলেন
প্রেমিকা প্রেমিকের সমতুল্য হয় না
আবার প্রেমিক প্রেমিকার সমতুল্য হয় না
তাদের কথা সর্বত সত্য নয়
একপ্রকার সব বাধা তুচ্ছ করে,যে প্রেমিক- প্রেমিকারা চার হাত এক করে
তারাই যেন এ যাত্রায় বেঁচে যায়
শুধু সংসার করতে গিয়ে দুজন দুজনের কাছে পাপী হয়ে উঠতেই পারে
সেতো অন্য কথা
আসল কথা হলো
"প্রেমিক - প্রেমিকা হওয়া সহজ
কিন্তু স্বামী - স্ত্রী হওয়া সহজ নয়"
প্রমাণ চাইতে গেলে আপনিও এক লজ্জার পুরুষ
৬
রোজ তোমার কাছে হেঁটে যাই নতুন করে
আর রোজই ফিরে আসি বিভিন্ন ছুতো নিয়ে
বলো,কোন্ সূত দিয়ে আটকানো যায় সব জানালা
আমি তো শূন্যের কেউ
বেজায় চটে গিয়ে,ভুল ভেবে বারবার খণ্ডন করো আমায়
যতক্ষণ থাকি কাছাকাছি তার দাম কি বুঝিনি;
রোজ তোমার কাছে হেঁটে যাই নতুন করে
আর রোজই ফিরে আসি বিভিন্ন ছুতো নিয়ে
বলো,কোন্ সূত দিয়ে আটকানো যায় সব জানালা
আমি তো শূন্যের কেউ
বেজায় চটে গিয়ে,ভুল ভেবে বারবার খণ্ডন করো আমায়
যতক্ষণ থাকি কাছাকাছি তার দাম কি বুঝিনি;
জানি---
মুখ বুঁজে,চোখ বন্ধ করে ফিরিয়ে নিতে হয় সব আক্ষেপ
শুধু যেটুকু সান্ত্বনা পাই সেটুকুই জলে ভাসিয়ে রাখি রাতদিন
যখন সম্পর্ক চিৎকার করে ওঠে
তখনই বুঝে নিই আমি এ সম্পর্কের পৃথক ব্যক্তি
শুধু শুধু মিথ্যে অজুহাত দিয়ে আত্মীয় সেজে থাকা
বলো তা কি দোষের নয়
মুখ বুঁজে,চোখ বন্ধ করে ফিরিয়ে নিতে হয় সব আক্ষেপ
শুধু যেটুকু সান্ত্বনা পাই সেটুকুই জলে ভাসিয়ে রাখি রাতদিন
যখন সম্পর্ক চিৎকার করে ওঠে
তখনই বুঝে নিই আমি এ সম্পর্কের পৃথক ব্যক্তি
শুধু শুধু মিথ্যে অজুহাত দিয়ে আত্মীয় সেজে থাকা
বলো তা কি দোষের নয়
0 Comments