শীতকালে
এখন সব গর্তে ঢুকে গেছে
এই শীতকালে দেবে ঘুম
বাইরে আসবে না।
ওদের স্বভাব পালটায় না
শুধু দল পালটায়
আবার দাঁড়াবে নির্জন পথে
রাতের অন্ধকারের সুযোগ নেবে
ঝাঁপিয়ে পড়বে অসহায়া নারীর ওপর...
ওরা ও রকমই
কেউ কেউ বলে,ওদের পিছনে
আছে নাকি দল
তারা সব করে কৌশল।
কবি উত্থানপদ বিজলী
নারিকেলডাঙ্গা, মধ্যশিবপুর, দক্ষিণ ২৪ পরগনা
0 Comments