জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা


চিত্তচৈত 

এই বাতাসে গন্ধ ঝড়ের ফাগুনবাতাস আগুনবাতাস
ফুলপরিদের কোমলমুখে কীসের আলো স্বপ্ন ভাসে? 
বসন্তদিন স্বপ্নসুখের তার পিছনে শঙ্কা কেন ডঙ্কা বাজায়!
কোন সে নিষাদ ধনুক হাতে লক্ষ করে কোমলশরীর
রক্তলোভী! গন্ধফুলের মগ্নছোঁয়া হাত ধুয়ে নেয় পলাশরেণু
বাজায় বেণু কোন রাখালে মাতাল সুরে টানছে কেন
গাঁয়ের রাধা শালের বনে বাধা কঠিন জলের ছলে
যাওয়া বারণ ধু-ধু পুকুর আজ যে রাবণ বাড়ির মানুষ।
থাক না বাঁশি ভাঙন সুরে বাঁধন আছে শক্ত ভীষণ
আজ সে থাকুক বাড়ির ভেতর দেহটাকেই দেখুক লোকে
মনের নাগাল অনেকদূরে উড়ছে ধুলো গরম পথে
মুখ পুড়ে যায় বুকও পোড়ে চৈতে তবু সইতে আগুন
দল বেঁধে যায় রঙ্গময়ী সেই কি জয়ী?দেয় না ছেড়ে
মানুষগুলো সেই যে যারা স্বপ্ন দেখে মধুর ঋতু বধূর মনে
ঝড় তুলে দেয় চৈত্রপবন বাঁধন ছেড়ে দেহমনের
লাগায় ডানা স্বপ্নপরি যাবে কোথায়? 

            কবি জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর, বাঁকুড়া









0 Comments