
জীবন বসন্ত
এসো দুজন একসাথে চলি
পাড়ি দেই আটলান্টিক-হিমালয় পবর্তমালা,
চাঁদের আলোয় ভেসে ভেসে মহাশূন্যে গেয়ে উঠি জীবন বসন্তে- মিলনের শ্রেষ্ঠ দ্বৈত গান।
সুরের জাদুতে উড়ুক আজ প্রাণের কোকিল
আর,দুলতে থাকুক একটি চিত্রের রঙ্গময় পৃথিবী; তাতে লেখা হোক প্রেম দিয়ে দুটি নাম জন্ম জন্মান্তরের পাতায়।
গন্তব্য
বিচলিত রাত ডেকে যায়
সাঁকো হীন নদীর তীরে,
নিহত দিনের শোকের ঘোরে কাটে রাত্রির ছায়া।
আলো এসে পড়ে পত্র পল্লবে,
দিনমান চেয়ে থাকি - একটি সহজ গন্তব্যে।
কবি ঝুটন দত্ত
কেন্দুয়া, ময়মনসিংহ , বাংলাদেশ
0 Comments