প্রেমাংশু শ্রাবণের কবিতা


বৈশাখী প্রার্থনা 

স্মৃতি ফুঁড়ে জেগে ওঠে সবুজ 
স্বপ্নের দিন পহেলা বৈশাখ,
বৈশাখী মেলার বাঁশি বেজে ওঠে 
স্নায়ু কোষে,মেখে শুনি ডাক।

গুড়িগুড়ি বৃষ্টিধারা,আকাঙ্খার মাটি
শোনে শুধু সম্ভাবনা, 
সুদূর শৈশব থেকে ধেয়ে আসা
বৈশাখীর সেই কালো ফণা।

এখনো বৈশাখ মানে শুধু বৃষ্টি আশা?
আর চৈত্রের ফাটা মাঠ--
এখনো বৈশাখ মানে স্বপ্নাহত
কৃষকের খেয়াহীন ঘাট?

দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় 
কুহকিনী আশা!
চৈত্রের মাঠের কাছে কেবলি ছড়িয়ে যায় 
বৃষ্টির পিপাসা।

এবার বৈশাখে তবে বৃষ্টি হোক
স্নিগ্ধ বৃষ্টি পেলব কোমল, 
মাটিকে করুক শস্যবতী রমণীর মতো 
মায়াবী সজল।

দৃষ্টির লাবণ্য মুগ্ধ করুক,আসুক
ফিরে আকাঙ্ক্ষার দিন,
দূর হোক দুঃখদৈন্য, হালখাতা খুলে
তুমি মুক্ত করো ঋণ।

এবার বৈশাখ হোক ধ্বংসের ওপরে
সৃষ্টি জাগানিয়া মাস।
ফুলে ফুলে সুশোভিত নকশীকাঁথার মত,
এমন কি নিঃস্ব ঘাস!

সেও যেনো সজীবতা ফিরে পায়
এবার বৈশাখে
ভরে থাক চরাচর-নতুন আনন্দ ধ্বনি 
সুর তোলা ঢাকে।

বৈশাখী ঝড়ের কাছে এবার রেখেছি
এই তীব্র আবেদন,
ধ্বংস করে অন্ধকার, আলোয় ভরুক
প্রিয় স্বদেশ অঙ্গন।

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ














0 Comments