জয়ীতা চ্যাটার্জী'র কবিতা


এ পৃথিবীর রাত

আমি জানতাম জলের মতন তুমি 
সকাল বেলার রোদে ছুঁয়ে দাও আমাকে
ছুঁয়ে দাও আমার মুখের নিভা
বিকেলের আসন্ন আলোয় ছুঁয়ে দাও আমাকে,
ছুঁয়ে দাও আমার জলের প্রতিভা
দেখো ছুঁয়ে ওটা তীর নয়,ওটাআমার মাথার চুল
না না আবিষ্ঠ পুকুর নয় দেখ ছুঁয়ে
ওটা আমার আঙ্গুল
তোমার মুখের মতন অবিকল
দেখো এটা আমার কণ্ঠনালী,
নির্জন জলের রঙে তাকিয়ে আছে আমার
দুটো চোখ তোমার দিকে খালি,
দিনের আলোর ভেতরে তুমি আঙ্গুল
ছুঁয়েছ যেখানে ওটা আমার গরল
বিশ্বাসী এক কবির বুকের বাম দিক
ওটা শুধু পরগাছা সৃষ্টি করে,
দেখ তোমার নাম ডেকে মরছে ঠিক ঠিক।
এক পৃথিবীর সমস্ত আলো নিভে যায়
তুমি ছুঁয়ে দিলে ,ওটা আমার সহস্র
জন্মের সুখ, বাকিটা যন্ত্রনা, অন্ধকার
দুঃখ তোমার পায়ের চিহ্নকে ধরে
রাখা ওটাই আমার বুক।
নীল হয়ে জমে আছে অমোঘ সকাল
হ্যাঁ সেটাই আমার ঠোঁট
তুমি যেদিন রেখেছিলে ঠোঁটের ওপর
ঠোঁট সেই বিকেলের রক্তিল বিন্যাস
হারিয়েছে বোধ।।

কবি জয়ীতা চ্যাটার্জী
নাগবাগান রোড, শ্যামনগর, পশ্চিমবঙ্গ




           
          














0 Comments