দীপক বেরার কবিতা


শব্দহীন 
( কবি 'শঙ্খ ঘোষ' স্মরণে )
দীপক বেরা 

"কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়" 
এমনই নিচু স্বরে উচ্চারণের পংক্তির মধ্যে 
তুমি এক লুকিয়ে থাকা বিক্রমী তেজ
যা কখনওই
বিজ্ঞাপনের রঙ বাহারে ঝলসে ওঠে না 
অন্তরে নিরন্তর ধিকি ধিকি জ্বালায় পোড়ায়
তুমি মধ্যবিত্তের আত্মবিক্ষণের উপায় 
মনের গহীনে নিহিত পাতালছায়ার সঙ্গে 
আকাশপরিধির দ্বন্দ্ব কে খুঁজে পাওয়ার ভাষা 
তুমি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে
নিচু স্বরের এক সংবেদী প্রতিস্পর্ধা
তুমি 'শব্দহীন' এক বহমান প্রত্যয়ী প্রতিবাদ! 

  কবি দীপক বেরা
   হরিদেবপুর, টালিগঞ্জ, কলকাতা


*ছবিঋণ- সুব্রত চৌধুরী













0 Comments