সোমনাথ বেনিয়ার অণুগল্প


পতাকা 
সোমনাথ বেনিয়া 

বাড়িটাকে সবাই পাগলদের বাড়ি হিসাবে জানে। দুটো পাগলির এবং একজন পাগলের বসবাস। সম্পর্কে ভাই-বোন। যাই হোক তাদের একটা নারকেল গাছে তিনটে রাজনৈতিক দলের সদস্যরা তাদের যে যার দলের পতাকা বেঁধে গেছে। এই দেখে ছোটো পাগলির গালাগালি শুরু। তবুও কে শোনে পাগলদের কথা! তখন ছোটো পাগলি এসে সব পতাকাগুলো খুলে বড়ো পাগলি ও পাগল দাদাকে নিয়ে ছাদে উঠলো। তিনজনে তিনটি পতাকা নিয়ে মিছিলের ভঙ্গিতে ছাদে ঘুরতে লাগলো আর হাসাহাসি শুরু করে দিলো। ঠিক সেই সময় ধপ করে একটি শব্দ হলো অর্থাৎ নারকেল পড়লো। ছাদ থেকে যতটা উঁকি দিয়ে দেখা যায় ততটা তারা দেখলো। দেখতে না পেয়ে তিনজনে নিচে নেমে আসলো। এদিক-ওদিক যত্রতত্র খুঁজলো। কিন্তু পেলো না। অবশেষে হতাশ হয়ে তিনজনে পতাকাগুলোকে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে বাড়ির ভিতর চলে গেল। 
     এদিকে সুভাষ কাকিমা নারকেল পড়া খেয়াল করতে পেরেছিলো। তিনজনের কাউকে দেখতে না পেয়ে চুপিসারে পতাকাগুলো সরিয়ে তার তলা থেকে নারকেল তুলে নিজের ঘরের দিকে দ্রুত হাঁটা লাগালো। একেই ড্রেন, তার উপর পতাকা নিয়ে মেতে থাকায় তিনজনের কারোর মাথা কাজ করেনি। নারকেল তো পাওয়া গেল কিন্তু আজ প্রায় ছয়-সাত বছর হতে চললো, কাকিমার একমাত্র ছেলে কোন পতাকার তলায় চাপা পড়ে চিরতরে নিখোঁজ হয়ে গেল, তা তিনি এখনও জানতে পারেননি...

সাহিত্যিক সোমনাথ বেনিয়া
নিমতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ


*ছবিঋন- লালিত কাপুর 






















0 Comments