যুদ্ধের শেষে ~ দীপক বেরার কবিতা


যুদ্ধের শেষে
দীপক বেরা 

যুদ্ধ শেষ হলে পড়ে থাকে নিস্তব্ধতা
অনন্ত নীরবতা, অনুচ্চারিত শব্দ-সম্ভার
আর, বয়ে যাওয়া তপ্ত লাভা-স্রোত
রক্তনদীর, কিংবা অশ্রুনদীর।
চোখের জলের কোনও রঙ নেই 
জাত নেই, দেশ নেই, সীমানা নেই 
মাঠ নদী বন্দর উপত্যকা জুড়ে 
কেবল দলাপাকানো অবিরাম নির্জনতা
সীমান্তে পড়ে থাকে বেঁহুশ অন্ধকার
সময় নিভে গেলে স্মৃতিরা জ্বলে ওঠে 
দগ্ধ-অঙ্গার থেকে উঠে আসে অনুভূতিরা
যুদ্ধে ছেঁড়া চোখ নিয়ে উন্মত্ত ঘোড়াটা
পথ হারিয়ে ইতস্ততঃ ছোটে দিগ্বিদিক
উপদ্রুত পায়ে তার রক্তঝরা অনন্ত দহন! 

ট্রয়-যুদ্ধে 'অ্যাকিলিস্'ও মরে গিয়েছিল
শেষ পর্যন্ত কোনও বীর, ক্ষমতা বেঁচে থাকে না
যুদ্ধের শেষে জল আকাশ বাতাস,.. আর  
হৃদয় বুনে চলে কাঁপা কাঁপা বিষাদের অক্ষর 
হৃদয়ের অক্ষর অবিনশ্বর... 
তার কোনও জন্ম নেই, মৃত্যু নেই 
তখন, একরাশ বিস্ময়ের পাশে---
ভোঁতা হয়ে যায় আধুনিক সুসজ্জিত যুদ্ধাস্ত্র
বড় মলিন দেখায় যত্নের শান বাঁধানো সভ্যতার উঠোন! 

  কবি দীপক বেরা
   হরিদেবপুর, টালিগঞ্জ, কলকাতা













0 Comments