তিন লাইনের পাঁচটি কবিতা ~ সিদ্ধার্থ সিংহ


তিন লাইনের পাঁচটি কবিতা
সিদ্ধার্থ সিংহ

১.
যদি সুন্দর হতে চান
বিউটি পার্লারে নয়
মাঝে মাঝে শ্মশানে কাটান। 

২.
শেষ পর্যন্ত যুদ্ধে যদি রাবণই জিতে যেত
তা হলে রাম নয়
আমরা রাবণের ছবিতেই মালা পড়াতাম। 

৩.
ওষুধ এবং বন্ধুত্ব আসলে একই
তফাৎ শুধু একটাই
বন্ধুত্বের কোনও এক্সপায়ারি ডেট থাকে না। 

৪.
ভোট বন্ধ করে দিন
একবার জিতলেই ওরা ইঁদুর হয়ে যায়
ইঁদুরের কাছে কোরানও যা, পুরাণও তাই।

৫.
বর্মেরও পচন আছে
তোমাকে কি শেষ পর্যন্ত বাঁচাতে পারবে
অফসেটের ওই ঝকঝকে অক্ষর!

কবি ও সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
২৭/পি, আলিপুর রোড, কলকাতা



















1 Comments