চৈত্রের স্মৃতি
নিশিকান্ত রায়
হাত ধরতে গিয়ে দাঁড়িয়েছিলাম
উন্মত্ত আগুনে পোড়া গন্ধ
দাউদাউ লুন্ঠিত যৌবনের মানুষের সাথে।
নিশ্চিত মৃত্যুও সেদিন তুচ্ছ ছিল
আগুনে ঝলসানো মেঘ ভাসছিল আকাশে
একটুও ভয় পাইনি আমি।
তবুও ছাড়তে হয়েছে মেলা খেলা মাঠ ঘাট
বিল ঝিল নদী ভিটে মাটি প্রিয় জন্মভূমি।
খুঁজে পাইনি সেই হাত সেই মানুষটিকে আজও।
তাঁর স্মৃতিচিহ্নে লেখা শস্যভরা মাঠ
উঠোনের তুলসীমঞ্চের সান্ধ্য বাতি।
বৃক্ষের ডালে চৈতালি লালচে ফুল
এখনও চাউনি ভেজা হাওয়ার গোলাঘরে দুটো নিয়তি দোয়েলের মিষ্টিমুখর শিষ।
পুরনো আগুন দেখি পুরনো শকুনেরা উড়ে
নোংরা শব্দের ভিড়ে ক্রমান্বয়ে সরে যাচ্ছে মেঘ
চৈতালি ফুলে পোকামাকড়ের বাস
আগামী সকালের ডাকে কোন পাখি উড়বে কিনা
কে জানে?
0 Comments