দৈত্য
সোমনাথ বেনিয়া
নিতু রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসে। সেই গল্পে যদি দৈত্যের কথা থাকে তাহলে তার আনন্দের সীমা থাকে না। নিতুর মা তাকে ঘুম পাড়ানোর সময় সেই গল্প বলে। নিতুর বাবা প্রতিদিন মদ খেয়ে ঘরে ঢোকে আর শুরু হয় ঝামেলা। একদিন নিতু দৈত্য কেমন দেখতে হয় জানতে চাওয়ায় তার মা তার বাবাকে দেখিয়ে বলেছিল, "তোর বাবার মতো। যতক্ষণ বোতলে থাকে ভালো। বোতলের বাইরে বেরিয়ে আসলেই বিপদ! "নিতু অবশ্য বিষয়টা তেমন বোঝে না। তবে তার মা-বাবার প্রতিদিন ঝামেলা আর ভালো লাগে না। এই ঝামেলাই একদিন নিতুর মায়ের প্রাণ কেড়ে নিলো। নিতু বুঝতে পারলো এটা তার বাবার জন্য হয়েছে। বাবার প্রতি তার তীব্র ঘৃণা জন্মায়। কিন্তু নিতুর মায়ের মৃত্যু তার বাবার মধ্যে পরিবর্তন এনেছিল। মেয়েকে তো মানুষ করতে হবে। তাই সে মেয়েকে কথা দেয় যে সে আর মদ ছোঁবে না। এই কথায় নিতুর মধ্য পরিবর্তন আসলো। এত কিছু সত্ত্বেও নিতুর বাবা পুনরায় মদের দোকানে যেতে শুরু করলো। তবুও নিতু কিছু বলতো না কারণ জানে তার সেই দৈত্য এখন বোতলে বন্দি। কিন্তু কীভাবে? নিতুর রান্না করা শুয়োরের মাংস নিয়ে তার বাবা মদের দোকানের সামনে বসে বিক্রির জন্য...
0 Comments