এক গুচ্ছ ছোট কবিতা
প্রেমাংশু শ্রাবণ কবির
১.
গ্রীষ্ম দুপুর
নাড়িয়ে দিয়েছো
দাঁড়িয়ে দেখেছি তাও
সোনালু থোকায় নুয়ে পড়া স্মিত হাস্য।
একটু চেয়ে পাশ কেটে যায় কেউ
অনুদিত হোক সেই চাহনির ভাষ্য।
২.
অশান্ত গ্রীষ্ম
নিভে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত
তুমি জ্বলতে চাও
আমি নিভে যাওয়ার একটু আগে সরে যায়
কিছু দহন জ্বলতে থাক,
জ্বলতেই থাক.....
অশান্ত গ্রীষ্ম
এভাবেই তুমি আমার!
৩.
নদী ও নারী
শুধু একবার অভিমানী হলে
দু'কূল প্লাবিত করে,
ভাসিয়ে নিয়ে যায়
ফুল ও ফসলের আগামী স্বপ্ন।
৪.
স্মৃতি
ফুরালে বসন্ত দিন
ফিরে আসে পুরনো চাঁদ
কুমারী স্তনের মতো
সেই গল্পগাথা রহস্যময়।
৫.
প্রামাণ্যচিত্র
মেঘের আড়ালে লুকিয়ে যায় মুগ্ধ চাঁদ
জোছনাও,
যে ভাবে মরে যায়
মাতাল নদী---
উড়ে যায়
ঝরাপাতা দমকা হাওয়ায়,
যে ভাবে জোনাকিরা উড়ে উড়ে বুনে যায়
প্রত্নরাতের উত্তরাধিকার
সে ভাবেই প্রকৃতির প্রামাণ্যচিত্র থেকে
মুছে যাচ্ছি
জীবনের সরল গল্প।
1 Comments
মনমুগ্ধকর... ছোট্ট ছোট্ট অনুভূতির বয়ান
উত্তরমুছুন