নীল নক্ষত্র
মধুমিতা দাশগুপ্ত
প্রথমে রঙিন ফুল হয়ে
আমার উঠোনে বেল ফুলের গন্ধ হয়ে।
তারপর পাখি হল আগুনরঙা।
ঝলসানো রূপ।
বনের দাবানল। বললাম একী রূপ তোর।
আগে অঝোরমুষলে স্নান সেরে আয়।
তখন শান্তদিঘির মতো কালো চোখ। কিছুদিন পর উধাও নীলকণ্ঠ পাখি হয়ে।
এখন যে গাজন।এমন অসময়ে।
এখন ও যে আশ্বিনের মেঘে ভাসা হলনা।
নীল নক্ষত্রের দেশ এত প্রিয় তাই কী
তারা হয়ে আকাশে মিলালো ॥
1 Comments
বিরহ বেদনার ভাষ্য... ভালো লাগলো
উত্তরমুছুন