দৃশ্য-১২ ~ বর্ণজিৎ বর্মনের কবিতা


দৃশ্য -১২
বর্ণজিৎ বর্মন 

তখন বিকেল সাড়ে চারটা 
সবে ঘুম থেকে উঠলাম 

ওদিকে পিচরাস্তায় মাইকিং হচ্ছে 
সোস্যাল ডিস্টান্স বজায় রাখুন 
অযথা বাইরে গ্যাদারিং করবেন না 
মুখে মাস্ক পরুন  
বিছানা ছেড়ে নামলাম 

কিছু সময় অন্তর অন্তর 
সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলুন।  

উঠানে বেরিয়ে চারিদিকে দেখছি কী সবুজ ধানক্ষেত 
বোরো সব।
কিছু টা কলাপাকা হয়েছে।

কানে ভেসে আসছে অদূরে কোকিলের ডাক,
দুটি শালিক খেতের উপর দিয়ে উড়ে গ্যালো  
মাইকে আওয়াজ 
কেউ বিজয় মিছিল বের করবেন না -
নির্বাচন কমিশনের নির্দেশ,

আমাদের গ্রামের পাখিরা নিজের খাবার না খেয়ে সব শুনছে - নিয়ম ভাঙা যাবে না, 
এই সব কি ভাঙা ক্যাসেট নাকি 

হাটবাজার নিদিষ্ট সময়ে কীর্তন সারতে হবে

কবি বর্ণজিৎ বর্মন 
গোসানিমারি, কোচবিহার, পশ্চিমবঙ্গ




0 Comments