অলৌকিক শরীর ~ সুপ্রভাত মেট্যা এর কবিতা


অলৌকিক শরীর 
সুপ্রভাত মেট্যা

ক্রমশ বিকেল,ঠান্ডা লাগিয়ে গুটিয়ে নিচ্ছে আলো।
অল্প সময় কথা হচ্ছে।হলুদ রঙে ধুলো পায়ে ম্লান বালক ফিরে আসছে,ধূসর লোক এবং রাস্তা সম্বন্ধীয় চুপ ক্রমশ বাড়ছে,সম্পর্কহীন,স্পর্শশূণ্য...

হারিয়ে যাচ্ছে আলো।
বালিকা মেয়ে কম্প হতে মাটির প্রদীপ জ্বালিয়ে ঠাকুর নম করছে। পড়া - বই এগিয়ে আসছে দাওয়ায়।

এখন শীতকালীন সময়। 
রাত্রি নেমে এলে, দেওয়াল একটা কাপড় তোমার ঘর--শরীর, খোলা আয়নায় আগুনের গল্পে কথা বলে, নীল...
কুয়াশা ঘন,ঘোর রহস্যের গোপন অন্ধকার খেলে বেড়ায় তোমার অলৌকিক শরীরে কোথাও...

কবি সুপ্রভাত মেট্যা
বলরামপুর, তমলুক, পূর্ব মেদিনীপুর 




0 Comments