জীবনের ক্যানভাস ~ উত্তম কুমার মণ্ডলের কবিতা


উত্তম কুমার মণ্ডলের কবিতা 
জীবনের ক্যানভাস

কোন তুলিতে, কোন রঙে, কোন সরল বা বক্র টানে আঁকি এই অজানা আকাশ। যার দিকে চেয়ে চেয়ে দিন যায়। চাহিদা আর অপ্রাপ্তিতে ছেয়ে থাকে ধূসর ক্যানভাস। ঘোর কাব্যিক মোড়কে উন্মত্ততা আসে কদাচিৎ। কবিতার ছোঁয়া তবু অধরা হাতে। কী চাই... কী চাই... পা রাখি চলন্ত সিঁড়িতে। নিঝুম পাখিটি পাশে প্রহর গোনে নিবিড় ছায়ায়। সিঁড়ি ছোটে... পা ছোটে... দৃষ্টি হারায়। দৃশ্যপট আটকে থাকে ধূসর বন্ধুরতায়। জীবনের ক্যানভাস শেষ হয় অসমাপ্ত তুলির টানে...!

কবি উত্তম কুমার মণ্ডল 
                কুঠিবাড়ি, বনগাঁ, উত্তর ২৪ পরগণা 
















0 Comments