লাশ ~ সোমনাথ বেনিয়ার অণুগল্প


লাশ
সোমনাথ বেনিয়া 

নিরাময় একটি হোমের সর্বময়কর্তা। সেই হোমের কেয়ার টেকারের নাম প্রফুল্ল। হোমটা অনাথ মেয়েদের নিয়ে তৈরি হয়েছে। তাদেরকে আত্মনির্ভর করাই নিরাময়ের লক্ষ্য এবং এই কাজে সে যথেষ্ট সফল। মাঝেমধ্যে বিভিন্ন জায়গা থেকে অনুদান আসে এবং তা পরিমাণে যথেষ্ট। এটা প্রফুল্ল জানে। প্রফুল্ল এটাও জানে যে হোমের দু-জন মেয়ে টাকা-পয়সার হিসাব রাখে এবং বছরের শেষে নিরাময়কে সমস্তটা বুঝিয়ে দেয়। 
     
একদিন বিকেলে নিরাময় হোমের ছাদে উঠে দেখে দুটো মেয়ের লাশ পড়ে আছে। সে তাড়াতাড়ি প্রফুল্লকে ডাকে। লাশ দুটো দেখিয়ে নিরাময় বলে, "তুই এদের মেরে ফেললি। তোর কীসের অভাব ছিলো যে এদেরকে তোর সহ‍্য হলো না।"
"বাবু, আমি তো এদের মারিনি। এদের উপর আমার কেন লোভ থাকবে। কোনোদিন কিছু দেখেছেন কি?"
"তাহলে মরলো কী করে!"
"আমিও তাই ভাবছি। এখন কী হবে বাবু?"
"কী আবার হবে আবার! দুটো গাঁদা ফুলের নতুন চারাগাছ টবে লাগাতে হবে। ওই দুটোকে ফেলে দে। তুই তো জানিস এই সাজানো বাগানের ফুলের গাছগুলো আমার হোমের মেয়েদের মতো ..."

সাহিত্যিক সোমনাথ বেনিয়া
নিমতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ



















1 Comments