ঈশ্বর,তুমি সব জানো
পার্থ সারথি চক্রবর্তী
ঈশ্বর, তুমি সত্যিই সব দেখতে পাও!
তুমি দিগন্তে এঁকে দিয়েছিল-
একফালি চাঁদের মত এক টিপ
মায়ের ছেঁড়া আঁচল দিয়ে ।
ধুলোর সাথে কখনো ভেসে আসে
পোড়া মনের গন্ধ বা
পোড়া দেহের দুর্গন্ধ!
ঈশ্বর, তুমি সব শুনতে পাও!
প্রাণখোলা অট্টহাসির সাথে,
মিশে যায় চাপা কান্নার রোল
কোন হাত ছুঁতে পারে না-
ভেজা চিবুক, দগ্ধ মন।
ঈশ্বর, জানি তুমি সব দেখতে পাও !
ঈশ্বর, তুমি সব শুনতেও পাও!
রোদের চিৎকারে মুহূর্তে বদলে যায়,
আকাশের রং, শ্বাসের গতি
নির্লজ্জ দাবদাহে শুকিয়ে কাঠ হয়
ধমনীর রক্ত, কপালের জলপট্টি
শ্বাস-প্রশ্বাসের ভান ক'রে ছেড়ে চলে
অসহায় দীর্ঘশ্বাস, হা-হুতাশ
ঈশ্বর তুমি নিশ্চয়ই সব বুঝতে পারো!
ভাঙ্গা আয়নায় যে প্রতিবিম্ব ফুটে ওঠে
তার শপথ নিয়ে চলা বহুদূর -
মাইলের পর মাইল, বা আরো বেশি
বদলে যেতে থাকে মাটির রং, আকাশের ছটা
বদলাতে থাকে সিরিয়ালের প্লট,
তুমি সব দেখেই যাও!
0 Comments