দুটি কবিতায় ~ সিদ্ধার্থ দাস


সিদ্ধার্থ দাসের দুটি কবিতা

রেনবো ক্লিনিক

বড় লক্ষ্য নিয়ে এগোলে মাঝামাঝি কোথাও থামবে
—এটাই রীতি। সে স্বপ্নের কোন ধারাবাহিকতা নেই।

যেটা পারি— চিনিয়ে দিতে,
যেটা পারি না— ছিনিয়ে নিতে।

গল্পের গরু সময়মত গাছ থেকে নামতে চায় না।
খুশির খবর সবার আগে। দুঃখ নিয়ন্তা ঝিলিক, সুমতী।
—যেটা পড়ে থাকে, গড়পড়তা।

যত আলো তুমি চাইলে
আমি বললাম— ভালো থেকো ততোধিক।

জাস্টিস

আদর্শ মুছে ফেলা যায়?
দূর নীলিমায় সপ্রতিভ ঋতু তিনটি ঠেকেছে।
শীত গ্রীষ্ম ভরসা।

বৃষ্টি সেদিন আকাশ থেকে রিনিঝিনি নেমে হয়েছিল পরমা
ভাগ্যিস লেখা হয়নি, তা-ও দিত ধুয়ে।

প্রমান ছাড়া হাঁটছে শহর নিরুদ্দেশ।
হাওয়া খুলে স্থির দাঁড়িয়েছে ট্রাক।
আজতক।

কবি সিদ্ধার্থ দাস
নোনা (দাসপাড়া), উলুবেড়িয়াহাওড়া










0 Comments