চিতাছাপ কুকুর ~ জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা


চিতাছাপ কুকুর
জয়ন্ত চট্টোপাধ্যায় 

চিতার ছাল গায়ে একটি দেশি কুকুরকে দেখে আপনি চমকিত হতে পারেন
ভয় পাওয়াও অস্বাভাবিক নয় এমনকি তাদের জাতিসাম্য বা অভ্যাসগত মিলও
খুঁজতে পারেন,ঘাতকের গরম জল বা পলিব্যাগের রসায়ন ভুলে গেলে
অঙ্কটা হয়তো মিলবে না। ডিএনএ আর আরএনএ পাকে পাকে বসে।
আর এন  এ-র বিপরীত প্রতিলিপি বারবার ভাঙে প্রতিরোধ। ডোন্ট কেয়ারের বুড়ো
আঙুলে দিশেহারা বিজ্ঞান।তাই সেকেন্ড স্ট্রেন থার্ড স্ট্রেন এসবের আগমন অবধারিত
এবং তারা ক্রমশ মারাত্মক হয়ে ওঠে।

চিতাছাপ কুকুরটি কিন্তু নিতান্ত নিরীহ দুর্বল একটি প্রাণী ছাড়া কিছুই নয়
তবে পশুকে ভুলেও মানুষের সঙ্গে তুলনা করবেন না, ওদের আত্মসম্মানে
আঘাত লাগবে কারণ ওরা মানুষের মতো চূড়ান্ত ক্ষতিকারক নয়।
একমাত্র মানুষই বিকৃত কামনা মেটাতে সব ধ্বংস করে দেয়।

            কবি জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর, বাঁকুড়া









0 Comments