কবিতা ~ অজিত কুমার জানা


কবিতা 
অজিত কুমার জানা 

কলম কালির চুল্লিতে,
শব্দের বিরিয়ানি বানায়। 
কবিতার থালায় ফুটে গদ্যপরী,
সবুজ উলঙ্গ উপত্যকা,
ছাপার অক্ষরে যেন পর্যটন সুন্দরী।
হৃদযন্ত্র খুলে যায়, 
কবিতার অক্ষরে অক্ষরে।
সৃষ্টির প্রসব যন্ত্রণায়, বিজয় নিশান ওড়ে, 
পাখির ডানায় ওড়ে কবিতা।

কবি অজিত কুমার জানা 
কোটরা, হাওড়া, পশ্চিমব্ঙ্গ



0 Comments