
দিন যাপনের মালা
মানস চক্রবর্ত্তী
রেলগাড়ির কামরায় প্রথম দেখা
বাংলা জানি না,ইংরাজি সাতাশ ফেব্রুয়ারি
শেষ করেছি সবে বনলতা
এখন পড়ছি জয় গোস্বামীর কবিতা
সহসা মনে এলো -
'যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো।'
আলাপ হলো আমাদের
বেলা শেষের মেঘবালিকা তখনো দীঘির জলে
জানালা দিয়ে যেটুকু দেখা মেলে।
আলাপে জেনেছি নাম সুতপা সান্যাল
তোমার আগে আরো দুই বোন,ছোটো ভাই কল্যাণ
আর বিশেষ কিছু তুমি বলোনি
আমিও জানতে চাইনি,ভেবেছি অকারণ।
গল্প করেছি কত
রাজনীতি থেকে দলাদলি
শক্তি,শরৎ,অবন ঠাকুর
ডেল কার্নেগি থেকে চালর্স ডিকেন্স
সৌরভ থেকে প্রিয় চুনিদা।
কাল মাকর্সকে তুমি দাওনি কোনো মার্কস
তুমি বলেছিলে , 'আমাদের আছে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ।'
ধর্মকে তুমি করোনি বাতিল,বলোনি আফিং
বলেছিলে,'ধর্ম আমাদের বেঁচে থাকার শ্বাশত অভিধান।'
তর্ক হয়েছে যত ,কারণ ছিল না তত
শেক্সপিয়র না বাদল সরকার কে বেশি বড়ো
শক্তি না সুনীল কার কবিতায় আবেগ বেশি
ভানু না জহর কার সিনেমায় বেশি হাসি
রবীন্দ্রনাথ ব্যর্থ প্রেমিক
মরল কেনো মৃণালিনী ?
আমরা হেঁটিছি ভরদুপুরে কলেজস্ট্রিটে
ঘমাক্ত শরীরের ঘ্রাণ
আমাদের অবেলা অঘ্রাণ।
বেলায় বেলায় বেলা গড়িয়েছে
এক অবেলায় বলেছি ,
'সুতপা এবার নামবে সন্ধ্যেবেলা।'
আমি স্পর্শ করেছিলাম হাত
তুমি বলেছিলে,
'বাকি আছে কিছু কথা এখনো অবিনাশ।'
'সকল বলা তাহলে হয়নি বলা ? '
আমি অভিমানে হতবাক্,নিশ্চুপ,নতমুখ।
'প্যারালাইসিসে অর্থব বাবা
অভাবে অভাবে ক্ষীণকায় মা
ভাই এখনও নাবালক,স্কুলে পড়ে
দুই বোন চলে গেছে
জানি না থাকে কার সঙ্গে
বিবাহেতে আমার নেই অধিকার।'
'আলাপ বিলাপ অভিমান রাগ অনুরাগ
সবই কি তাহলে যাবে শেষে
শ্যাওলার মতো নদীর জলে ভেসে ?
আমাদের দিন যাপনের মালা
সবই কি পোষ -ফাগুনের পালা ? '
তুমি শুধু বলেছিলে,
'আমরা থাকব বেঁচে বন্ধুর মতো ভালোবেসে।'
0 Comments