
গন্ধ বিধূর
সায়ন্তি হাজরা
শ্যাওলা গন্ধ মফস্বলী বিকালের ঘ্রাণে,
আলাপ হলো তোমার সাথে।
তুমি তখন স্বর ভঙ্গ,
তুমি তখন সদ্য গুম্ফো রেখা,
রাজার শহরে ইতিহাস লেখে
পৌর বালক আর পুর বালিকার
কিশোরী চোখের দেখা।
তোমাকে ছুঁয়ে দেবার সময় এলোনা আর।
বিকাল থেকে সন্ধে গড়িয়ে পথের বাঁকের রাত নেমেছে।
তুমি তখন নিকোটিন গন্ধী,
তুমি তখন না কামানো গালে
দুনিয়াদারির নিচ্ছ পাঠ,
তুমি তখন রোজ অস্থির,
ঠোঁট ছুয়েছে লিপিস্টিক,
তুমিই তখন উথাল পাথাল
চোখের স্বপ্ন,ঘোর মাতাল।
তোমাকে ছুঁয়ে দেখার সময় এলো,
পৌর বালকটি সুরোভিত ডিও গন্ধ মাখা,
মেধা স্বত্বের স্বচ্ছ সৌরভ কোথায়?
আজ নাকে কড়া নাড়ে অর্থ দম্ভ,এল পি এ।
মন পোড়ানো পৌর বালিকাটি
সেই একই গন্ধ বিধূরে হাতরায় পরবাস,
আদি থেকে অন্ত্যে মেলাতে মেলাতে
কুড়ি পয়সার লেবেঞ্চুস ধরা হাত
হাত মেলায় ডলারের চকলেটে।
তবুও আজও লাল- নীল সংসারের
খরকুটো আগলানো
প্রাচীন ফুচকা ওয়ালা জানে
প্রতিবার মেয়ে জন্মের দাগ মিশে যায়
হারানোর হারে মজ্জায়।
কবি সায়ন্তি হাজরা
৮০ খালুইবিলমাঠ, ১ম গলি, পূর্ব বর্ধমান
0 Comments