অপাঠ্য হৃদয়কথা ~ সুধাংশুরঞ্জন সাহার কবিতা


অপাঠ্য হৃদয়কথা
সুধাংশুরঞ্জন সাহা

জীবন আদতে ডোবার জলে বেড়ে ওঠা কলমিলতা।

যোগবিয়োগের ব্যক্তিগত ডায়েরির পাতায়
অপাঠ্য হৃদয়কথা লিখে রাখি।
নদীরঙে ফুটে ওঠে নিরুত্তর দিনের আভাস।
রাতের শরীর থেকে আগুনের ফুলকি ছড়ালে
দ্বিধার আঙুল ঠেলে
ঠোঁটেরা জড়িয়ে পড়ে
শরীরের নানা ভাস্কর্য নির্মাণের জাদুবিদ্যায়।

অপরিচিত পথরেখা বেয়ে চলতে চলতেই
ডিজিটাল সড়কপথে হারিয়ে যাই।
উড়ন্ত পাখির  গতিপথ থেকে
বাকি পথনির্দেশ পাবার প্রত্যাশায়
চলতে থাকি সম্ভাবনার অগুনতি পথে পথে। 

        কবি সুধাংশুরঞ্জন সাহা
সন্তোষ রায় রোড, শিবম অ্যাপার্টমেন্টস, কলকাতা









0 Comments