বুনন ~ স্বপন নাগের কবিতা


বুনন
স্বপন নাগ 

আকাশের ক্যানভাসে লক্ষ তারা অপরূপ শিল্প বুনে রাখে...

প্রহরীর চোখে ঠায় জেগে থাকে লুব্ধক
কালপুরুষ দাঁড়িয়ে একা স্বমহিমায়
হাতে তার উদ্ধত ধনুক,
সপ্তর্ষির চোখে বুঝি জেগে ওঠে জিজ্ঞাসা
নাকি সে কর্ষণ শেষে রোপণ করে স্বপ্নের বীজ !

এ পৃথিবীর প্রচ্ছদে যতখানি সবুজ
পাতায় পাতায় বোনা থাকে ছায়ার মায়া।
তার রঙে নতজানু মানুষ ছুটে যায় বারবার
ঘর ছেড়ে, বাহির তাকে ডেকে নিয়ে যায়...

আকাশের মত ওই সাগরের জল
পড়ে থাকে সীমাহীন পটভূমি হয়ে।
শুশুকছন্দে ঢেউ এঁকে দেয় অগণন শিল্পের রেখা
মানুষ শুধু অবাক হতে জানে,
মননে তার বাজতে থাকে বিস্ময়ের গান।

সবখানে ছড়িয়ে আছে শিল্পের আশ্চর্য বুনন,
তাই নিয়ে মুগ্ধ মানুষ সূচীমুখ করে তার শিল্পমন
অবিরাম বুনে চলে লতায় আলপনায়
জেগে ওঠে শিল্পের অমল সুষমা...

কেউ নয়,
সে সব জানে শুধু অকিঞ্চিৎ সূঁচ,
জানে বুঝি বাবুইয়ের চঞ্চল ঠোট
তারা শুধু জানে এই সুনিপুণ শিল্পের ভাষা।

কবি স্বপন নাগ
ইছাপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

















0 Comments