দালান জাহানের দুটি কবিতা
দুঃখ নদী
আমাদের রাত অথবা শহরের মাঝখানে
সবসময় দাঁড়িয়ে থাকে অদৃশ্য হাত...
সেই হাত সকালের দুঃখ পিষে
উঁচু করে পাহাড়ের নীল কুয়াশা।
আমরা যারা দাঁড়িয়ে দেখি
ছিন্নভিন্ন প্রাসাদগুলোর সুরতহাল
কানে তুলো এঁটে পালিয়ে যাই কোণে
পীথাগোরাসের জটিল পদ্য মাথায় বাঁধি না
যতোক্ষণ না আমাদের চোখ দিয়ে বের হয়
ত্রিকোণমিতির দুঃখ নদী
ততোক্ষণ আমরা কাঁদি না।
ততোক্ষণ আমরা কাঁদি না।
অন্ধকার
তোমার টেবিলের উপর রাখা
এক টুকরো কাঁচা মাংস আমার ঈশ্বর নয়
যে তোমরা তাকে
ইচ্ছে মতো ফ্রাই করে খাবে।
সম্পাদনার বাজার থেকে কেনা
অন্ধের পাঠ্য পুতুল আমার ঈশ্বর নয়
যে তাকে নিয়ে তোমরা ইচ্ছে মতো
রক্ত-রঙ খেলবে।
আমার ঈশ্বর
অবিনশ্বর
অভিভাজ্য
এক সত্তার নাম...
অথচ তোমরা তাকে ভাগ করেছো
তোমাদের দৃষ্টির অন্ধকার দিয়ে।
0 Comments