মীরা মুখোপাধ্যায়ের কবিতা
চেম্বার অফ হরর
সেখানে কিচ্ছু নেই , কোনদিন কিছু কি ছিল না!
না একটু সম্পর্কের ভাঙা টুকরো
না পুরোনো দীর্ঘনিশ্বাস...
কিন্তু কিছু একটা ছিলো....
যে বাতাসের সাথে নিচুস্বরে কথা বলছিলো,
রাত্রির মেঘের পিন্ড নিয়ে একটা অস্পষ্ট মুখ
যার চোখ নেই,চিৎকার আছে
এরকম আঁকছিলো কেউ
আবার তা ভেঙ্গেও যাচ্ছিল।
আমার বুকের মধ্যে তোলপাড়
ক্রুশ এঁকে ফিরতে চেয়েছি যতবার
ততবারই তারা বলছিল
'আর একটু থেকে যাও'
'আমরাও একদিন জীবন্ত আঙুলে
ভয় পেলে ক্রুশ আঁকতাম'
কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া
0 Comments