অন্ধকারে আমি আর তারা ~ অনিন্দ্য দত্ত'র কবিতা


অনিন্দ্য দত্ত'র কবিতা

অন্ধকারে আমি আর তারা

শীতের সকালে গাঙ শালিখ, গো শালিখ, দোয়েল আর ঘরোয়া শালিখের মেয়ে মরদের জোড়-
গলা ছেড়ে নানা স্বরে ডেকে কুয়াশার ঘেরাটোপ থেকে সাতপুরোনো ওই লাল বলটাকে তোলে টেনে।
মহানিমের সবচেয়ে উঁচু চুড়ায় বসে---
হলুদ কালো বেনে বউ ডেকে চলে অবিরাম 
বুলবুলি, ফিঙেদের নাচানাচির, নেইকো বিরাম
সেইকালে- আধো আলো আধো অন্ধকারে
আন্তিগোনে আর ইসমেনে
আমার দুপাশে, ঠোঁট টিপে মুখ তুলে হাঁটে
আমি যত পাক ঘুর
ওরাও ঘুরেছে ততই পাক
এত ভোরে, অন্ধ পাপী ইডিপাস ঘুমিয়েই থাক।
সকালের লাল আলো মেখে রোদ্দুরের ধোঁয়া গন্ধ চেখে
হালকা তার দেহ নিয়ে মহারানী ক্লাইটামনেস্ট্রা আছে পড়ে
বুগেনভেলিয়ার ঝোপের তলায়
নরম সে রোদ এসে, 
চমকায়,পেটে গাঁথা ছুরির ফলায়।
পেছনে লম্বা ছায়া ফেলে গলার ঘন্টার শব্দে ভোরের নিস্তব্ধতাকে ফেঁড়ে
পাটনাই ছাগলের দল, রোজ যায় 
কশায়ের কাটারির কাছে
নরম অন্ধকারে, স্টুডিয়োর দরজার মস্ত ছায়ায় সংঘারাম দুয়ারের মহার্ঘতা আছে।

কবি অনিন্দ্য দত্ত 
পূর্ব নয়গাঁও, থানে, মুম্বাই













0 Comments