ꕊ বিচ্ছেদ ꕊ


🔹অণুগল্প:

     📚সুজিত কুমার মালিক🔹আরামবাগ🔹

🔰মা-বাবা দুজনেই চাকুরিজীবী। তাই স্কুল থেকে ফিরে মামাবাড়িতে রাজত্ব চলে দিদানের প্রিয় পুচকুর। দুপুরে দিদানের হাতে ভাত খাওয়া সেরে তিনজনে মেঝেতে বিছানা করে বিশ্রাম নেয়। দাদুভাইয়ের গায়ে পা তুলে দিদানের কাছে গল্প না শুনলে ঘুম আসে না পুচকুর।তিনজনেই যেন সারাদিন অপেক্ষা করে থাকে ওই সোনালী দুপুরের জন্য।
           দাদুভাইয়ের বয়স হচ্ছে। তাই প্রতিদিন মেঝেতে বিছানা করতে খুব কষ্ট হয় এখন। জায়গার সমস্যার জন্য পুরানো ঘরটা মেরামত করে দুই পাশে দুটো খাটের ব্যবস্থা হলো। নতুন ঘরে দুটো খাটের মাঝে দাঁড়িয়ে থাকে পুচকু। দাদুভাই বলে-কি হলো? এই দিকে আয়।পুচকু-তোমাদের নতুন ঘর খুব বাজে! তোমাদের নতুন ঘর আমাদের তিনজনকে আলাদা করে দিলো। দাদুভাই উদাস দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। টপ টপ করে ঝরতে থাকা দিদানের চোখের জল,বিচ্ছেদের আলপনা আঁকতে থাকে...



0 Comments